..........তোমার মাধুর্যে আমি বিকশিত
আমার মাধুর্যে হও তুমি চমকৃত
........অবয়ব দেহখানা চুম্বক আকর্ষনে
প্রেমের স্বরূপ জাগে তাই এ মনে

সৃষ্টির সাছন্দ মিলে সুন্দর  একাকার
.........আমি যদি প্রেমিক হই তুমি অলংকার
অপরূপ নিখুঁত শিল্প তোমাতে ও মাখা
..........আমি বিহন তুমি ও  হওনি তো আঁকা

.......তুমিই তো প্রকৃতি ভরা ফুল  ও ফলে
অনিন্দ্য সৃষ্টির সম্ভার রসময় ঐ জলে
.......প্রকৃত প্রেম আদি অন্ত সুন্দর মাধুর্যময়
তোমার মাধুর্যে আজো আমি  বিস্ময়