আমাদের গ্রামে রয়েছে এক বটগাছ,
বিশাল গাছটিতে থাকে বাদুড়ের ঝাঁক।।
এখানে ভোর হয় দোয়েলের শিশে,
সূর্য উঠে ধুসর মাঠে বুক ফেঁটে।
সূর্য  ডোবে গাছের ফাঁকে।।
আযান হয় মসজিদে,
মুসলিমরা যায় নামাজে!!
কোরআন পড়ে সুরে সুরে।।


ঘণ্টা বাঁজে মন্দিরে,
শংক,উলুধ্বনিতে প্রদীপ জ্বলে হিন্দু ঘরে।।
রাত্রি হলে তারা নামে দীঘির জলে,
খেলা করে ঢেয়ে ঢেয়ে।।


কেবা কোন-কালে নাম দিয়েছে দেউলী বলে?
দেউলী সে ত নামেই দেউলিয়া নয় মোটে;
এখানে মাঠে মাঠে সোনা ফলে বছর জুড়ে।
সুখ থাকে ঘরে ঘরে হাসি থাকে মুখে মুখে!!।


বর্ষাকালে বানের জলে,,
গ্রামটি দ্বীপের মত থাকে যেন ভেসে।।
এটাই মোদের দেউলী গ্রাম;!!!!!
সুখে দুঃখে থাকি সকলে মিলেমিশে।।।