গাঁ-গ্রামের ছোল হামি বড় ভোলাভালা।
বাড়ি হামার দেউলী গ্রাম,জেলা বগুড়া।
মর্ডান কিছু বুঝিনা তো থাকি সাদাসিধা।
ঢাকার শহর দেখ বের আসনু সবিই নাকি সেরা?


হাজার হাজার গাড়ির জ্যামে যায় না পথ চলা।
এই শহরের সবিই দেখি আজব ভাবে গড়া।
উঁচু উঁচু দালান গুলোতে কত নকশা আঁকা।
রাত্রি হলে চারদিকে নানান আলোর মেলা।


কত শত মানুষ দেখো করছে চলা ফেরা,
সব কিছুর মাঝে তবু লাগে একলা।
কইমো হামি ঢাকা না, গ্রামিই হামার সেরা।
হামার গায়ে গেলে তোমরা দেখবের পাবা।