ক্লান্তি-দিন শেষে পাখিরা
                   যখন ফেরে নীড়ে,
গোধূলি বেলায় তোমার রাঙা ঠোঁটে,
স্নিগ্ধ আলোয় হাসি ঝরে;


মিষ্টি হাসির ঝর্ণা ধারায়,
                  টোল পড়ে তোমার গালে।
ডুবেছি তোমার প্রেমে,
                  পরেছি যেন অথয় জলে,,।


হাসিতে রাঙানো চুপে-চুপে
                      ভাসে কত পদ্য!
হৃদয়ে কথা বুকে লুকোনো
       গোধূলি বেলার প্রেম-কাব্য।।


তোমার মায়া-চোখে চেয়ে,,,,,,
      হাজার বছর বাঁচার ইচ্ছা জাগে।।
আমার এ মনের শহরে,
     তুমি আসোনি কেন আরো আগে?


কতো আশা চাই-
                  ভালোবাসা শূন্য জীবনে,
রাখিও বুকেতে চিরন্তন
                     বাঁচাও গো সখী স্বপ্নে।।


আমি তোমার প্রেম পূজারি,
                   রাখিও যত্নে বুকেরি ভেতরে।।
মরিতে যদি হয় সখী,
            মরিতে চাই তোমারি প্রেমে তরে!