কাশফুল গুলো আজ মাটিতে ঝরে,
        শুকনো পাতা বৃক্ষ তলে পড়ে খসে,
      আসলো বাংলায়  হেমন্ত রে,,!


         সকাল সাঝে কুয়াশা নিয়ে,
         শীতল হাওয়ায় প্রাণ ছুঁয়ে,
         ঘাসের উপর শিশির নিয়ে,
          ভাপা পিঠা,খেজুর রসে,
  হেমন্ত এলো আমার দেশে।।


     সোনালি রোদ খেলা করে,
        গাছের সবুজ পাতার ফাঁকে।
  দুপুরবেলায় শীতল হাওয়ায়,
           মিষ্টি রোদে গা জুরায়।।  


  হেমন্ত এলো কৃষক ঘরে,
           আমন-ধান আর নবান্ন নিয়ে।।