তুমি নেই বলে,
লক্ষ্য-কোটি মানুষের ভিড়ে আমার একাকীত্বা।
তারা ভরা আকাশে চাঁদের মত একা।।


তুমি নেই বলে,
গ্রাস করে আমায় শূন্যতা।
দেবদাস এর মত যেন জীবন গাথা।।


তুমি নেই বলে,
ভেঙ্গে গেছে সকল আশা- প্রত্যাশা।
দুঃখ কষ্টের ভারে হয়েছি পথ হারা।।


তুমি নেই বলে,
জাগেনা প্রেম এ হৃদয়ে গহিনে,
তুমি তুমি করে সর্বহারা হয়ে,
পরে আছি শুধু স্মৃতি টুকু নিয়ে।।


তুমি নেই বলে,
বসন্তেও আজ ফুল ফোটে নি,
হৃদয় টা হয়েছে শুকনো মরুভূমি।।।।