আইছে দেখো ফুটবল বিশ্বকাপ,
বিশ্ব জুড়ে চলছে কত উল্লাস,,,।
ভিনদেশী নিশানে ভরা বাংলাদেশ,
খেলায় নেই নিজের দেশ।


অন্যের জয়ে উঠি হেঁসে,পরাজয়ে  কাঁদি,
তাদের জন্য নিজেদের মাঝে করি হানাহানি।
যে মোরে নাহি চেনে তারে পোষণ করি,
তাদের লাগিয়া আপন স্বজন হয় ছাড়াছাড়ি।।
পরের তরে এমন করে দেই যদি মোদের বিলিয়ে,
পারবে কি বাঙ্গালি করিতে জয় এই বিশ্ব টাকে?
অন্যের জয়ে না,
হাসবো মোরা নিজের জয়ে,,!


পণ করি বিশ্ব জয়ের  হাত রেখে হাতে,
৫২ আর ৭১ এর মত,
জয় করবো এই বিশ্বকে।।
আমার দেশের ঝণ্ডা উড়বে বিশ্বগগনে।।