যখন সন্ধ্যা নামে-
জানালার ফাঁকে তাকিয়ে রই দূর অজানায়,
যেখানে দিগন্তে সিঁড়ি বেয়ে অন্ধ্যকার নামে,
পাখিরা ঘরে ফেরে,
সূর্য্যের রক্তিম আভা জানায় বিদায় বারতা।


হৃদয়ে জেগে ওঠে সুপ্ত হাহাকার,
শোনা যায় করুণ বিলাপ,
শ্রাবণের ধারা হয়ে ঝরে পড়ে যত জমানো ব্যথা,
হৃদয় জুড়ে বিরাজ করে শুধুই শুন্যতা।


নিরবতা ভেঙ্গে যখন সম্বিত ফিরে পাই
অন্যের হাতে হাত রেখে-
তুমি তখন চাঁদের অপেক্ষায়।