বৃষ্টি ভেজা রুপালি কালো পিচের রাস্তা,
দূরে… বর্ষা মঙ্গলের আগমনী সেতার সুর।
হ্যালোজেন এর লাইট পোস্ট টি একা দাঁড়িয়ে,
ছড়ানো আলো অদূরেই এলিয়ে পড়ে।
অফিস ফেরত কিছু ব্যস্ত পথিক
মাসকাবারি সেরে নেয় দোকানে দোকানে।
ঘরে ফেরার চঞ্চলতায় প্রাণ ফিরে আসে ইন্দ্র সাম্রাজ্যে,
বাতায়নে প্রতীক্ষায় কাতর, হাত কচলায় ঘর-সম্রাজ্ঞী।
আধো আবছা অন্ধকারে গাড়ির হেড লাইট…
বৃষ্টির ফোঁটাও সিঁধ কাটে হীরের টুকরো তে।
অনভ্যস্ত প্রেমিক যুগল একটু ঠাই খুঁজে ফেরে
ছাতা মাথায়, রেইন কোটেও কাক ভেজা সারা শরীর।
ধীরে ধীরে গভীরতর তানসেনের ঝুমঝুম তান…
কালো রাত, বৃষ্টিস্নাত সোঁদা মাটির গন্ধে মিলিয়ে যায় স্বেদ আলিঙ্গন।


// ২৭/০৬/২০২০ ইং //