পিশাচ গুলির পৈশাচিক ভোগ সাঙ্গ,
লোলুপ দৃষ্টি হায়নার থেকেও ভয়ঙ্কর,
উচ্ছিষ্ট ছুড়ে কদুত্তর গর্জনে পলায়ন।


স্পন্দন শীল রক্ত সঞ্চালক যন্ত্র নিথর আজ,
বুদ্ধিজীবী ছিঃ! অবাকও!
অবশিষ্ট আর কিচ্ছু টি নেই।


অমুক পন্থী, সমুৎ-সুক পন্থী,
ধিঙ্গি পনা এবার হবে ক্ষান্ত?
দোষক্ষালন নৈবচ, নৈবচ।


হিংস্রতা মাপন যন্ত্র প্রয়োগ,
শূলে এক একটি কোষ কে হিঁচড়ে বিঁধে
বোবা বাক্সে হোক উন্মোচিত।


গায়ে মাখা গন্ধ সুদূরপ্রসারী…
সমাজ কে হিস্যা দিতে হবে একদিন।
            
         কোচবিহার, 09/06/2020