এক থালা স্বপ্ন ছুঁয়ে যায় পেটের ক্ষুধা,
দোআঁশ মাটিতে মরুভূমির ক্যাকটাস…
জল স্থল অন্তরীক্ষে তোমার আনাগোনা
ভুলে যাই আমি কতো দিন অভুক্ত…।


তিস্তা, তোর্সার… জল কোথায় উবে যায়
বালুচরে হাতড়ায় কিছু সুবিধেবাদি,
দুকূল বাহিয়া উপচে পড়ে বর্ষার যৌবন
অচিরেই ভুল ভাঙ্গে তোমাকে দেওয়া মিথ্যে অপবাদ।


আকাশে ছায়াময় পথে লুকিয়ে হাজারো নক্ষত্র
তোমার শিরায় শিরায় আমি জেগে দেখি,
অন্ধকার ফ্ল্যাশ ব্যাকে সহস্র ভোল্টেজ ছড়ানো,
নিভু নিভু করেও জ্বলে থাকে তোমার উত্তাপে।


বোতল বন্দী জীবন ঠোকা ঠুকি অনবরত…
ঘর থেকে দু পা বেড়িয়ে আকাশ দেখার ফুরসত
তোমার বুকে মাথা ঠেকিয়ে চেয়ে থাকি,
ব্যোম বুঝি অপেক্ষায়, সব কিছু মিলিয়ে যাবে।
      
          // ২৮/০৬/২০২০ইং //