বেঁধেছি মোর ছোট্ট কুঁড়ে ঘর, বিল-ঝিলের এই পাড়ে,
ছোট্ট একটি ডিঙা বেয়ে তোমায় আমি যাবো নিয়ে পাহাড়ের ঐ দূর ঢালে।


হেথায় মোরা করবো খেলা, খুনটুসি তে লুটোপুটি,
ক্লান্ত দেহে সারবো স্নান, সঙ্গী মোদের ডিঙা টি।


আলতো হাওয়ায় উড়বে তোমার আহ্লাদের ঐ এলো কেশ,
পাহাড় ও লাজুক হেসে বলবে, লাগছে গো  তোমায় বেশ!


পক্ষীকুল সব মধুর কলরবে গাইছে অজানা কোনও গান,
হারিয়ে যাবো পাহাড়ের কোলে, হই হুল্লোড়ে খুঁজে পাবো প্রান।


মাছরাঙা গুলো বসে আছে, ঝিলের জলের ঘাসে,
সুযোগ পেলেই করবে শিকার লম্বা ঠোঁটের ফাঁসে।


ঝিলের থেকে তুলবো কতো ফুল, শাপলা, শালুক আর পদ্ম,
রকমারি সাজে সাজিয়ে তুলবো তোমার কেশদাম, হয়ে আমি মত্ত।


অপূর্ব এই রূপ কে বুকে জড়াবো, নিভৃতে একত্ব হয়ে করবো মিতালি,
বর হয়ে ঝরে যদি অঝোর ধারায় বৃষ্টি, নয়ন জুড়িয়ে দেখবো শুধুই প্রকৃতির সৃষ্টি ! 😍⛱
                        06/06/2020