ওই পাখি, তুই বল –
কোথায় তোর বাড়ি, কোথায় তোর ঘর?
কে আছে তোর আপন, আর কেবা তোর পর!


ওই পাখি, তুই বল-
কোথায়, কোথায় তুই উড়ে যাস, আর কোন ঠিকানায়?
ঐ বিশাল আকাশে তোদের শোভা– ই মানায়।
সারা দিন তুই কি করিস, কিবা তোর কাজ?
আমাকে কি সঙ্গী করবি সারাদিন আজ!
আমি যদি হতেম তোদের মতো...
ছুটে ছুটে যেতাম আমি সুযোগ পেতাম যতো।


ওই পাখি, তুই বল না-
কোন গুণে তুই ইচ্ছে খুশি করতে পারিস সব,
আমার শিরায় শিরায় ইচ্ছে জাগায় তোদের কলরব।


ও পাখি তুই বল না-
কোথা থেকে এসেছিস তোরা, কোন দেশে তোর সৃষ্টি,
তোরা- ই নাকি আগে বুঝতে পারিস ঝড় হবে, না বৃষ্টি।


ও পাখি তুই বল না-
কেমন করে চলছে তোদের দিন আর রজনী,
আমার ঘরে থাকবি তোরা, হবে মজা আর কাহিনী।


ও পাখি তুই আয় না-
আমার সাথে থাকবি,
পৃথিবীটা কেমন যেন হচ্ছে, আমার কথা রাখবি!


ওরে পাখি, তুই পাস না আমায় ভয়,
আমি তোকে সুখে রাখবো, করছি প্রতিজ্ঞা হবেনা আর অবক্ষয়।
😍😍😍