এক টুকরো মেঘ থেকে শাদা সুতো উড়ে আসে
তীক্ষ্ণ চাহুনি তে তোমার শরীর তাক করে,
আমি পাখি হয়ে ঠোঁটে ধারণ করি
জমিয়ে রাখি, কাল এর অপেক্ষায়…


দু-খণ্ড বিকর্ণ মেঘ তোমার মুখোমুখি দাঁড়িয়ে
যে নির্যাস ছড়িয়ে দিলো…
ছাতার আবডালে গলগ্রহ করে
যৌবন হয়ে লুফে নেই।


সামুদ্রিক শৈবাল তোমার বিশালতায়
সবুজ দাগ কাটবে ভীষণ ইচ্ছে,
কবেই মরীচিকার হয়ে বিলিয়ে যায়…
আমি সাদা সফেন যত্ন করে রাখি বারবেলায়।


শীতের বিকেলে শেষ সূর্যের আলো গায়ে মেখে
সাদা শাল জড়িয়ে তুমি সফেদ অবতারে,
দু বাহুতে সঁপে দিয়ে সুগন্ধি ছড়ালে…
ইন্দ্রিয় সংযমের সেই নেশায় আমি আজও বুঁদ।
        // ২৯/০৬/২০২০ ইং //