ময়ূর গুঞ্জনে,শান্ত আশপাশ
স্নিগ্ধ বাতাস আর মন মাতানো সুবাস
  স্তব্ধ প্রকৃতি,যেন সময় থমকে রয়
অবাক গাছপালা,কেমনে এ শীতল বায়ু বয়
গাছের ডালাপালায় দুটি ছোট্ট প্রাণ
ফিকিরে মগ্ন,আলোচনায় মর্যাদা-মান
কিন্তু,খুব শান্ত ভঙ্গিতে,অপূর্ব মহিমায়
অবসান এলো তাদের সকল ঝটিকার।
                   সবুজ ঘাসে বিন্দু বিন্দু শিশির
সূর্যের উত্তাপ শুষে
                    নিল রাতভরা ঘাসের ক্লান্তির
শান্ত পরিবেশে,আপন খেয়ালী মনে
ময়ূর অক্ষী মেলে যায় সবুজ ফুলের বনে
নতুন এক নির্ঝরিনীর উদয়ান্তর,এ যে ময়ূরাক্ষী


[উৎসর্গ হুমায়ূন আহমেদের হিমু সিরিজের বই ময়ূরাক্ষীর প্রতি]🥰