তবে কী এমন লাভ হল তোমার আততায়ী হয়ে?  
স্মৃতির প্রেতাত্মারা যে আসে সাষ্ঠাঙ্গে হামা দিয়ে!
অনুতাপের হামান দিস্তা অবিরাম পিষে মারে;
দিন-দুপুরেই গিলে খায় অবলীলায় তোমারে।


ভয়েদের দখলে আজ মনের ঘর;
গিলে খায় সযতনের সমস্ত প্রহর!
অদূরেই দাঁড়িয়ে নিকষ ভবিষ্যৎ;
স্বর্গের সুখ তো সেই দূর কল্পনাবৎ!


খাঁ খাঁ পড়ে পড়ে আছে বসন্ত ফাল্গুন
কবরের নিরবতা নেই কোন গুনগুন;
সুখেরা কাঁদে স্মৃতির লাশকাটা ঘরে
পালাতে চায় প্রাণ বে-জান পিছ-দ্বারে!


কেন তবে খুন হলো ভালোবাসা এমন?
নির্দয় দুমড়ে-মোচড়ে এই পাঁজরের মন!
যদি পাই আবার আমি সেই দেহ-ঘ্রাণ
ফিরে আসে খুনের লাশে আবার প্রাণ!