কথা ছিলো শুক্লপক্ষের রাতে রাতে হেঁটে
আমাদের বসন্ত-ফাল্গুন বেশ যাবে কেটে।


হেলে দুলে চলে যাবে প্রেম-রথ
অলখেই পাড়ি দিবো বন্ধুর পথ,
থাকবে না কোথাও কোন ঘাত
অতঃপর অবিরাম পূর্ণিমা রাত।


তোমার মধ্যমা আঙ্গুলে চাপা আমার হাত;
চোখের জলে জোছনা বিলোবে ভরা চাঁদ!


খুশির বানে ভেজা ভেজা চোখ
চাঁদকেও হারায় হাসিমাখা মুখ
জোয়ারের নদী যেনো থৈ থৈ জল
সুখের নুড়ি ভরা তোমার আঁচল।


পূরণ আর হলোনা প্রাণের সেই স্বপন
পূর্ণিমার আগেই চাঁদে নেমে এলো গ্রহণ।


ওতপেতে ছিল পথেই প্রাণঘাতী ফাঁদ
অবশেষে গুনতে হল নির্মম এ প্রমাদ!
কংক্রীটের পাঁচিলে আজ কয়েদী তুমি
কষ্টের সুতোতে জাল বুনে যাই আমি।