অতঃপর কাশবনে পালিয়ে কোন রকম প্রাণে বাঁচে
ক্রমাগত বলাৎকারে বে-আব্রু বর্ষা;
অবিরাম মন্থনে তুলো তুলো,
পাংশু মুখের ক্ষীণদেহী মেঘদল।


আর এদিকে কী নির্বিকার!
ভাবখানা এমন যে আসলেই সুপুরুষ;
অতি প্রত্যূষেই আবার জেগে উঠে,
কপট হাসে লম্পট আইবুড়ো আকাশ!

দূরের হিজল বনের ছায়ায় কাঁদে ধর্ষিত রাত্রি,
লজ্জা নিবারনে ব্যর্থ অসহায়!
চরে অশ্রু লুকোয় নেতিয়ে পড়া বুকের বিগত যৌবনা নদী;
উদোম রোদে বেঘোর নাক ডাকে কালপুরুষ-সপ্তর্ষিরা,
আর ধূসর মুখ আজন্ম রক্ষিতা ধ্রুপদী চাঁদ!


এদিকে গর্বিত মুখ সর্বগামী নির্লজ্জ আকাশ;
লাজ লজ্জা থাকবেই বা কেন, পুরুষ বলে কথা!
অতএব নতুন মেঘের খোঁজে সদর্প বিচরণ;
আবার শ্যেন দৃষ্টি হানে ঈশান নৈর্ঋত জুড়ে।