(১)
সময় যদি নাই আসে ফিরে, যদি নাই পাই তোরে,
তবু এ ধূলিকেই আপন করে, এখানেই থাকব পড়ে;
এই মাটিরই ভাঁজ হবো কিবা তোর পথেরই ঘাস হবো
নয়তো শিশির কণা হবো, পথের ঘাসেই মিশে রবো।
ছোঁব পা পরম আদরে, শিশির জলে ভেজাবো তোরে।


(২)
খুঁজিনি তো কখনোই আমি সুখের কোন পাহাড়
বিলিয়ে দেবো অকাতরে তাও, আছে যা আমার,
চাইনি তো ভরা যৌবনের কোন নদী কিংবা সিন্ধু
বরং ফিরে চাই ঘাসের ডগায় একটি শিশির বিন্দু!
বসন্ত যাবে যাক, আমি পথ চেয়ে আছি শুধু তার।