এক তৃষিত বেদুইন মৃত সাহারায়
পাথর জ্বলা রোদে পুড়ে
গেলো বলে প্রাণ তাঁর!


খাঁ খাঁ দিগন্তে ভয়ের মৃত্যু রেখা আঁকা -
এরই মাঝে মরীচিকারা গড়েছে বসত ভিটা।


অতঃপর এক ধার্মিকে পেয়ে
বুকে তাঁর আশার জোনাক জ্বলে;
আকুল শুধোয় তাঁরে-
এক চুমুক জল হবে?
প্রাণ যে ফিরে তবে।


কুঞ্চিত ললাটে ধার্মিক ভাবে-
জল- সবে ফোঁটা কতক মশক তলে;
কিন্তু, এ যে ঈশ্বরের নৈবেদ্য তরে!


তোর জাত-ধর্ম কী হে তবে?
কিঞ্চিৎ দেয়া যায় তবু,
যদি সে হিসেব মিলে আগে!


বেদুইন বলে বিনীত ভাবে-
যদি এ যাত্রায় বাঁচি তবে,
হয় তুমি নয়তোে এ জলই আমার ঈশ্বর হবে।