আরো বছর কুড়ি পরে
এসো একদিন এখানে;
পাবে-
স্বাধীন রাজ্য এক তোমার পথের ধারে
নেই নিয়ন্ত্রণ তেমন প্রবীণ ঈশ্বরেরও ;
অসহায়;
ছানাবড়া চোখ তার;
চেয়ে থাকে।


এসো, দেখে যেও তুমিও-
সেই সরোবর;
দিনেদিনে বিস্তার গেছে বেড়ে-
ক্রমশ বিবর্তিত অথৈ সাগরে;
পাহাড় সমান ঢেউ তুলে.নাগ পঞ্চমী এলে
এখানে-
সেই প্রেমের নীল আগুন জলে।


কে মাপে গভীরতা এর;
আছে কার এত সামর্থ্য-জোর?
কোথায় সেই অনন্ত দড়ি-সুতো!
অনায়াস টান পড়ে যে-
স্বয়ং ঈশ্বরের গজ ফিতেতেও!