অত:পর মাতাল ডোমের মতন
নামে রাত -
কাক কালো ডানায় চেপে;
নখর লোমশ হাত!
বুকে টানে পরম খাতিরেই-
ভাবনার গুহায় বন্দি আমারে।


আমি তো সটান পড়ে
বিবেকের সফেদ টেবিলে-
টুকরো টুকরো হই;
কষ্টের নীল একশো আট পদ্ম হই!


তৃষিত প্রাণ তবুও
বয়ে যায় প্রহরের উল্টো স্রোতে
ক্রমশ উড়ে যাই ঐ সুদূরে-
পম্পেই, অলকা কিংবা
দূর হরপ্পা মহেঞ্জোদারো বরাবরে;
সময়ের ঘরে;
ধূলোর বিছানায়-
যেখানে ঘুমায় পায়ের ছাপ তোমার।