পুড়ে খাক বুকের নদী;
অলিগলি;
নৈশ কোচের নিশ্চিন্ত ঘুমের স্বপ্নেরা;
ছোট, মাঝারী আর বড়;
পুড়ে যায় জল সমেত; প্রাণ সমেত-
অগ্নি লাভায়;
বীভৎস পম্পেই যেন!


তবে আর কুম্ভকর্ণের ঘুম কেন?
জেগে উঠুক ঘুমন্ত কলমের ঠোঁট সব-
বিষ্ণুর বাহন সর্পগ্রাসী গরুড়ের মতন;
ধেয়ে আসুক লেলিহান জিহ্বায়-
আর ভাবনারাও ফণা তুলুক ;
বাসুকীর মতন!
চলুক কি-প্যাডও
এভাবেই-
বিরামহীন সাইক্লোন আসুক।


আর কোন নদী নয়-
লুকনো বুকে কারো;
এবার তবে ঈশ্বরের কুশন জ্বলুক;
পুড়ে খাক হোক;
জ্বলুক অন্তত এক আসমান-
অত:পর
তিন, পাঁচ........
এভাবেই-
ক্রমশ সপ্তম অবধি!