কখনো ইচ্ছে হয়, নিরবে অস্তিত্ব বুঝি নিজের...
মন দিয়ে শুনি-
ভেতর থেকে কেউ বলে কিনা যে,
তুমি বেঁচেই আছো ঢের।


সময়ের স্রোতে সাঁতারকাটা মোটেও কিন্তু ডালভাত নয়!
তবুও কেউ কেউ জেনেই যায় কৌশল....
হয়তো তুমিও শিখে গেছো ঢের;
জেনেছো কিভাবে নিজেকে না ভিজিয়েই
পেরোতে হয় সময়ের মৌসুমী নদী।


আর আমি আজন্ম ডুবে যাই...
সবাই তো আর উভচর হয় না, চাইলেই পারে না ফিরে যেতে-
বিবর্তনের ধারায় একদিন ছেড়ে আসা ফুলকায়!
প্রকৃতিই সে সুযোগ দেয় না, তাই সবাই টিকে থাকে না।
অন্তত ভারসাম্য রক্ষার জন্যই কেউ কেউ চিরঅক্ষম থেকে যায়;
ডুবে যায়, বিলীন হয়, তলানী হয়।
উপর দিয়ে প্রহরের গাঢ় স্রোত বয়,
আর সে হয় কোন নতুন পলল ভূমির উপকরণ!