একদিন নদী ছিলাম আমিও
আর তুমি জল;
এক শ্রাবনে বয়ে গেলে কূল ছাপিয়ে-
ভেজালে; ভাসালেও।


ক্রমশ জল হলাম এই কূল হারা আমিও;
বয়ে যাই অচেনা সব নদীতে....


অত:পর একদিন আমি পানা হবো;
থাকবো পড়ে একদম নিশ্চল-
কোন এঁদো ডোবার জলে;
আর তুমি?