আমার এক জন্ম গিয়েছে লুকায়,
অনন্ত অপেক্ষা ভীড়ে!
চিত্রা! আমার সব দহন শেষ হয় তোমার ঠিকানায়!
কী এক মৃত নক্ষত্রের ছায়া গিলে ফেলে মানুষের হৃদয়;
নিমেষে সব প্রেম মুছে যায়!
তবু যারা মিঠে কথা, সাদা রঙ বেচে যায় সারাদিন;
সভ্যতা পুজা করে সেই সব ঘুনে ধরা মানুষের মন।


দিনের আলোর প্রণয় শেষ হয় সন্ধ্যায়,
রাতে নামে বিজন অন্তরে প্রগাঢ় অপেক্ষায়,
অজুত বছর আগে নিভে যাওয়া তারা;
সেও ফিরে আসে পৃথিবীর কোলে!
জানে সে নেই তবু এক আলোর কনিকা হয়ে-
সেই কবে থেকে খুজিতেছি;  ফিরিতেছি আমি,-
এক বুক প্রেম বয়ে বয়ে!


পিচের উপর এক হাটু জলে ভিজে পড়ে,
তুমি আর আমি; আমি আর তুমি এই করে;-
কখন যে পথ গিয়েছে ফুরায়, হায়!
ভালোবাসিয়াছি আমি শুধু তোমারে
ভালোবাসিয়াছি সেই লক্ষীটিরে!
জানি হয়ত একটি চিঠি আর একটি মানুষের অপেক্ষা করে;
জীবনের বাকিটা পথ কেটে যাবে এ পোস্টমাস্টারের!