মানুষেরা বড়ো অদ্ভুত। আমার মতো;
গভীর রাতের মতো , অন্ধকারের যত
জেগে থাকা তারা। বেদনা ছড়ায় গেছে
সমস্ত আকাশ।  শ্বাশত সত্যের কাছে
এই, ধরা দেই কোন উছিলায়? কী দ্বিধা
জাগে, প্রদীপের শিখা হয়ে অনন্ত আধারে!
যেখানে বিসাদ জোসনা, কৈবর্তে বাঁধা।
আকাশের উষ্নবক্ষ ধরে, দুরে আরো দূরে
সেই সব লোকে, অদ্ভুত দিন-রাত্রি হীন
নগরে; শূণ্য সব, মৃতেরা  আশ্চর্য নবীন।


বিমূঢ় শোকেরা তবু নিশ্চুপ, বোধেরা নির্বাক
সহস্র বছর এই সিন্ধুর তীরে। যেখানে নর্মদা
রিক্ত হৃদয়ের মত; মহর্ষি মূচকূণ্ডূ প্রতীক্ষা সর্বদা,
এ তটের কূলে বিভৎস্য কাল্যবন ধুয়ে মুছে যাক।