দেখো নীল গলা পাখিটি, সবুজ পাতার পরে,
আছে কিনা পড়ে আহত হৃদয় নিয়ে চুপিসারে।
এখানে সকাল গড়ায় সন্ধ্যা নামে, মেশে অন্ধকারে-
শহুরে আবছা আঁধার ভীড় করে নগরের মোড়ে;
এখন জোনাকি জ্বলে সারে সারে রুপসার ঐ পারে।
বিরান মাঠের মতো শুন্য করে রেখে গেছে যারা,
আমার ফসল নিয়ে যাদের হলো গোলা ভরা।
মনের গহীনে দুধেল গাভীর মায়া আজো করুণ বাজে;-
পরাণের তুলসি বেদি রয়ে গেছে তোমার চিহ্ন খুজে।