তবু চলে যায়, এক বুক হাহাকারে-
ফেলে নিরাশার অন্ধকারে,
সেদিন ও সে লিখেছিল জীবনের কথা-
যখন ধ্রুবতারা নিভে যায় পৃথিবীরে বুঝি মনে হয় অসার?
যদি গোপনে ঠোটের কোনে জমা হওয়া অভিমান;
অকারণে ভার করে জীবনের গ্লানি
তখনি বুঝি ফেরার বাসনা জাগে মনে!
তোমার সাজানো সংসারে করুন রাগিনী তুলে
এতো কেনো ফেরবার তাড়া?  
জ্যোৎস্নার এত আলো, দক্ষিণা বাতাস;
তবুও  নিবিড় নিস্তব্ধ ঘেরা বিষন্ন শ্বাস।
হয়ত অপেক্ষার প্রহর শেষ হবে নিরাশায়,
ভোরের শিশির ঝরে মুছে যাবে স্মৃতি-


সন্ধ্যা নেমে রাত হবে প্রত্যহ মতো ;
কর্ম্মময় সারাদিন জীবন স্রোতে ভেসে চলে যাবে।
তবু সায়াহ্নে এসে তোমার অভাব,
পড়ার এ টেবিল জুড়ে এলোমেলো বই,-
শ্রীহীন এ জীবন প্রহর গোনে আবার মেলার।