কত সহজেই প্রেমে পড়া যায়?
আবার ভোলাও যায়?
কী থাকে তার দেহের ভেতর মনের ভেতর?
প্রত্যহ কী সংগ্রাম করি ভুলে যাওয়ার,
তবুও মেসেজের পাতা উল্টে তোমার অস্তিত্ব খুঁজি।
খুঁজি পুরাতন না ফেরা প্রেমের,-
জানি সব কিছু ফেরেনা আগের মতো আর;
জানি মানুষ প্রেমের চেয়ে পড়ে থাকে মোহে;-
কে খোঁজে প্রেমিকের মনের অন্দর?
হয়ত অচেনা গলি, হয়ত আরো অন্ধকার!
তুমি গেছো ভুলে সেই কবে!
আমি আজও আজো আশা নিয়ে বসে থাকি যবে,
জানি তুমি ভালো আছো কত!
পুরাতন পাতা গেছে ঝরে তোমার পর্ণমোচীর মতো।


পুরুষেরা ও প্রেমিক হয়, প্রেয়সীর কোমল শরীর ;
সেও ছুঁয়ে দেখবারে চায় মরিবার আগে একবার!
দেহের গন্ধ রেখে হৃদয়ে অনন্তকাল,-
প্রেমে দগ্ধ হওয়া প্রেমিকের এক ছল।
কোন এক মৃগনাভি বুকে হরিণের তরে,
আমার মত হয়ত প্রেমিক কেউ ঘুরে ঘুরে মরে।
যখন সে আসেনিত এইখানে,
যখন জাগেনি প্রেম এই প্রানে,-
যখন আরো এক বেলা দিনের আলোর আশায় ;-
মুমূর্ষু কেউ বেচে থাকে অন্তীম শয্যায়।


একদিন হয়ত পাহাড়পুরের মতো,
চাপা পড়ে রবে অজানা মানুষের ব্যাথা বেদনা যত।
লেখা থাকে কি মৃতের হাড়ের ভেতর হারানো প্রণয়?
মগজ ধুয়ে গেলে খুলির ভেতর কি ব্যাথা জমা হয়?
কেহ আর জানবেনা কতটা অপেক্ষায়,-
অথবা তৃষ্ণায়,
একদিন তোমারে চেয়েছিলাম বিষন্ন বর্ষায়।