এখনও তোমাকে মনে করি ,
যখন জোসনা আকাশ ভরে ওঠে;
রাতের কুয়াশায় স্বর্ণলতা ঢেকে যায় বুনো মাঠে।
তোমাকে অনেক মনে পড়ে।
আমি আর প্রতীক্ষা করিনা তোমার, শুধু মনে করি।
যখন বৃষ্টি নামে; শহরের রাস্তায় হাটু জল জমে।
তুমি জেগে ওঠো মনের কোনায়।
আজও রৌদ্রে যখন ছাতা নিয়ে বের হই
তোমাকে মনে করি।
আমার রোজকার ঘর্মাক্ত শরীরের ক্লান্তি বয়ে,
বাসায় ফিরে তোমাকে মনে পড়ে।
রাতের রিক্ত বিছানায় একটা শুণ্য বালিশ
আমাকে তোমার শুণ্যতার কথা মনে করায়।
রান্নার পোড়া আলু, তোমার স্মৃতিকে উসকে দেয়।
জীবনে সুখের উচ্ছাসে বা দুখের হতাশায়
তোমাকে খুব মনে হয়;
আমার একঘেয়ে জীবনে তোমার অভাব বড্ড বেশি লাগে।
নাহ আজ আর প্রেম নেই, চাওয়া নেই
শুধু মনে আছো তুমি, আজও মনে করি।