ব্যাথা ভরা বক্ষে ছল ছল নয়নে বলিবোনা আসো ফিরে,
বলিবোনা কত আভিমানে ঝরিবে হৃদয় তোমারে ছেড়ে!
কেমনে রুধিবো কত জন্মের পিপাষায় জেগে ওঠা প্রান?
ক্ষনিকের স্বপ্নময়ী- কি জানি কি পুন্যবলে মিলে এই ধন।
প্রিয়ে কত ভালোবেসে রাখিয়াছি তোমারে বুকের ভেতরে-
শুধু আমি জানি কত যত্নে, পরম আদরে জন্ম জন্মান্তরে।
আমার সকলই শুন্য করে করেছি অর্পন তোমার চরনে,
লহ পাষাণ পাপীরে, কৃপা কর- কে আছে বল তুমি বিনে!


আজন্ম আরতি করি তব রাঙাপায় এসো প্রিয়ে এসো ফিরে,
তুমি ছাড়া সব হাহাকার- কেদে মরি তোমার এ শুন্য মন্দিরে।
অনন্ত প্রতীক্ষা করে রব সুদূরের পথ চেয়ে তোমার আসায়-
শুধু ভালোবাসি আর কিছু বুঝিনিত আমি যদি যাও ভাসায়!
কী গভীর আকুতি নিয়ে এই দুই আখি শুধু খুজিবে তোমারে,
প্রগাঢ় আকাঙ্খা করে অন্তরে বেচে রবো প্রিয়ে, এসো ফিরে।