অনেক দিন পরে হয়তো আবার  কোন একদিন,
হেমন্তের বিকেলের শিশিরের মত আমরা দু‘জন;-
নরম ঘাসের ডগায় মুখোমুখি হবো,
চেয়ে রব আরো কিছুকাল  তোমার চোখের পানে।
জানিনা সেই দিন এই মরা গাঙে হয়ত জোয়ার হবে নাকি!
দিনু মাঝি সারাদিন পরে, ঘরে ফিরে;
প্রেয়সীর চুলের খোঁপায় দেবে কিনা গুজে হিজলের ফুল।
জানিনা লাল চুটকির ফলে সেই ষোঁড়শী- পা দ‘ুখানি তার
রাঁঙাবে কিনা!
কিশোরীর গোলাপী ঠোঁটের কোনে,
বাঁকা হাঁসির টোল পড়িবে কিনা;-
তাও জানিবোনা।
নারানের মত অভিমানে হয়তবা কেউ আর আসিবেনা
এই মানুষের হাঁটে।
দিনান্তের অন্ধকারে;
শেষ কোন হাটুরের মত ক্লান্ত পায়ে এসে ফিরে -
পৃথিবীর নস্বর দেহখানি রেখে এই সব মানব-মানবী যত,
হয়তবা শিশির হবে তোমার আমার মত।