জানি তুমি এমনই,
অভিমানে তোমার চোখ লাল হয় অনেকটা
তরমুজের ফালির মতো অকারণে,
বর্ষায় ভিজে ওঠা শাড়ির ভেতর উঁকি দেয়া শরীর,
কথা কয়ে ওঠে সকল মৌনতা ভেঙে।
ঈষৎ গোলাপী ঠোঁট নিঃশব্দে ঝড় তোলে আমার মনে;
কালো টিপ সেও হৃদয়ের গভীরে দাগ দেয়।
প্রতি অঙ্গের প্রগাঢ় প্রণয় নিয়ত ভাঙে আমার তপস্যা।
হে ষোড়শী প্রণয়ী, আমার আকাঙ্খা তুমি নও -তোমার প্রণয়;
বাঁধাহীন আবেগ আমাকে ভাসিয়ে নিক
সংসারের সকল পঙ্কিলতা থেকে দূরে  
                                            অনেক দূরে।
সামাজিক আর অসামাজিকের সকল বাঁধ যাক ঘুচে।
কত প্রবঞ্চনার ভিড় কুরে কুরে খায় এ হৃদয়।
তবু বেঁচে থাক তোমার অনাহুত উষ্ণ আলিঙ্গনে।


তোমার উদ্ধত যৌবন আমাকে প্রলুদ্ধ করুক আরো,
তবুতো মুক্তি হবে কিছুকাল কপট ছলনা থেকে।
যখন হৃদয় শান্ত হবে;
যখন আরো কিছুকাল দাড়াবার মেলে অবসর
তোমার মুখের পানে চেয়ে।
সেই প্রেম; আছে জানি প্রেয়সীর বুকের ভেতর।
দেখেছি তোমারও আছে সাধ অন্ধকারে হাঁটার ।