এই খানে মরা গাঙে হয়ত কোনদিন আর
আসিবেনা জোয়ার;
অচল এ ঘাটে মানুষেরা কতকাল গিয়েছে পারায়-
চিহ্ন কিছু কি আর রয় এ কাদায়!
যেখানে হয়েছিল লেনাদেনা
           আজ বড় অচেনা -
জীর্ণ চালের নিচে ক্ষয়ে যাওয়া মাঁটির দেয়াল।
ওপারে গঞ্জের হাটে  কোন এক কালে
                      মানুষের কোলাহলে
জীবনের অনেক সময় গিয়েছে হারায়;-


                                    তবুও শেয়াল
এ কেয়াকাটাঁর ঝোঁপে  কাঁকড়ার আশায়,
আজও মুখ গোঁজে।
বাটাং, গাঙচিল দেখি তবু নদীর এ চরায়-
অদূরে খইয়ের বনে বকেরা কী ফেরে সন্ধ্যায়;
রোজ?  
                                আমিও যেমন ফিরি;-
জীবনের সওদা সেরে,
দিন শেষে রাতের আঁধারে।