একদিন যৌবন হিমেল হাওয়ায়,
শীতের পাতার মত ঝরে ঝরে যায়-
মৃত্যুরে মনে রেখে।
সোঁদা মাটির গন্ধে শেষ হয় সমস্ত কামনা ।
নিশ্চুপ আঁধারে জড়ায় থাকে অনন্ত স্মৃতি;
জীবন গিয়েছে চলে শুধু দ্বিধা রেখে,
অস্ফুট নিবিড় ঘন সে চিরানন্দ জগতে ।
বিষয় বাসনা জড়ানো অনন্ত মোহ,   ঘিরে ছিল চৈতণ্যখানি।
প্রেমের অপারানন্দ কামনার বহ্নিশিখায় পুড়ে পুড়ে
ধুপের মতন;  দ:খের অঙ্গার হয়ে ক্ষয়ে ক্ষয়ে গেছে ;-
কর্মহীন, জ্ঞানহীন  প্রেমহীন পাষাণের মত
অনন্ত কোটি বর্ষ নিশ্চল পর্বত যত।


গহীনে রুদ্ধদ্বার, প্রভাতের নির্মল বাতাস-
রবির স্বচ্ছ কিরণ করেনি প্রবেশ;
অতল গভীর কুপে মুন্ডের মত  যাপিত জীবন
উন্মুক্ত উদার আকাশ করেনা কামনা,
মোহের ভ্রান্ত নীড়ে বাসা বাধি নির্বোধের মত
স্থির নিশ্চল জীবন খাক হয় দুর্বাশার ক্রোধের আগুনে ।