নক্ষত্র নিভে গেলে চেয়ে থাকি অপলক রাতের তারায় ,
এক বুক আশা নিয়ে নাও ভাসে ডাঙার আশায়।
পৃথিবীর কোলে থাকা এক মানবীরে, যেন অনন্ত কাল-
ধ্রুবতারা, নিশানা করে বাঁধা আছে আকাশের গায় ।
দুরে,  অনন্ত দুরে কোন এক গ্রহলোকে স্বপ্নের রথ
যায় থেমে; বিবসা অন্ধকারে অপেক্ষা করে উর্বশী তার।
সময় গিয়েছে ফেলে গভীর পশ্চাতে অতীতের চিহ্ন যত
এক নক্ষত্রলোকে থাকি তবু তার বিপুল প্রভেদ।


দেহের অতল খুঁড়ে সৃষ্টি প্রেম গিয়েছে সে গণ্ডি পারায় -
অসীম উদ্যমে,  চির অনন্ত এক আনন্দ লোকে ।
তবুও নারীর দেহ প্রণয় হয়ে পোড়ায় হৃদয়,  নিভৃতে;
ক্ষত হীন চিহ্ন আঁকা পড়ে জীবন রেখায়- বেদনায় দীর্ণ
হয় যাপিত জীবন। এই সব প্রেম নিয়ে বেচে থাকে যারা-
অতুল ঐশ্বর্য নিয়ে প্রগাঢ় অন্ধকারে তারা সর্বহারা।