একদিন জোছনায় সেও ভেবেছিল
মৃতেরাও ফিরে আসে-
এ নদীর চরায়;
যখন পুরনিমা চাঁদ মাঝ রাতে উঁকি দেয়।


             ভরা যৌবন কার পড়ে থাকে?
কূলের আসায়।
অপেক্ষায় যদি তার বসন্তের শেষ হয়,
আমি কি  দায়ী হবো না?

শেষ কবে জীবনে এসেছিল প্রেম-
                                       তার।
জীর্ণ জীবন  পোকার মত কুরে কুরে
গিয়েছিল খেয়ে।
আশা শুধু দূরে সরে  গেছে মরীচিকা হয়ে।
কেউ তারে বলে নাই,
    যে যায় সে যায় ই;-
তবুও মানুষ বেঁচে থাকে না সুখে নে দুখে
                             না বাঁচার মতো।
লাউয়ের কচি ডগায়
    কুয়াশার ফোঁটায়
     হয়ত সব নয়-
তবু তারও জীবন ছিল ইঁদুরের মত।