আমার এই পথে ছিল তার আসা যাওয়া
যখন আমের মুকুল ঝরায় পুব হাওয়া,
ছিল মধুকর গুঞ্জরিত
ফুলেল শোভায় শোভিত
পাগল পরানে অকুল গহিনে  দশ দিকে খুঁজে পাওয়া।


যেন কোন মাতাল নেশায় থাকি বিভোর পাগল পারা
চির জীবনের সুখের আশায় বিভোল মাতোয়ারা
যদি এমন মোহন বাঁশী
তুমি বাজাও কুঞ্জে আসি
আমার ব্যাকুল এ মন তখন হয় উদাস চির গৃহহারা ।


যদি গভীর নিশিতে জাগে ব্যথা করুণ স্মৃতি স্মরণে
যদি পাষাণ প্রাণে প্রেম জেগে ওঠে অকারণে
তুমি আঁচল দিও পেতে
অলস দক্ষিণা হাওয়াতে
আমি রবো তোমার ছায়ার মতো সঙ্গী হয়ে জীবন মরণে।