এখনো সন্ধ্যার আঁধার পৃথিবীর পরে আসেনি তো
গুমোট অন্ধকার নিয়ে ।
সুলোচনা তোমার নরম ঠোঁটের উষ্ণতা নিয়ে
বেঁচে থাকে আঁধারের এইসব প্রাণ।
আমিও বেঁচে আছি তোমার অদেখা ভালোবাসা মেখে;
শীতের সকাল জুড়ে সোনালী রোদে।
জারুলের ফুলে মুখ গুঁজে বেগুনী গলা মৌটুসি
কী খুঁজে ফেরে এখনও আঁধারে?  
আমার নরম হৃদয় এক বুক মধু নিয়ে থাকে অপেক্ষায়;


আষাঢ়ের যুবতি গাঙ্গে নাও ধরা জানি মরদের কাম ;
পাড় ভেঙে ডুবায় দুকূল;-  
বাদলের ঘন মেঘ          মনে হয় যুবতির কালো চুল।
মেঘের ডাক শুনে উত্তাল জোয়ার,  আছড়ায় তীরে;
পিরিতির বাঁধ যদি ভাঙ্গে রাতের অন্ধকারে,-
অমন চাঁদের মুখে ছাঁই,  আমি যদি একবার পাই তারে।