এক বর্ণ ভূল নয়,
কেটে ছিঁড়ে ফেঁটে আমি দেখেছি এক প্রেমের হৃদয়।
বিসন্ন ক্লান্তি ঘিরে আছে কামনার মোহে;
ম্লান হাসির অন্তরালে সেখানে বেদনা ও দ্রোহে-
                                    রাগ দেশ শোক;
লেগে আছে আরো কত পচা গলা স্বপ্নের মড়ক।
অনেক খুড়েছি আমি; আরো আছে তারা -
               সেই সব বিবর্ণ নেটের যুগলেরা,-
কাঁদে ও হাঁসে; হৃদয়ের চিহ্ন নেই লেশ মাত্র যাদের ভেতর;
তারাও ঘর বাঁধে, সূখে থাকে, তবুও নিরুত্তাপ আঁধার
ঘিরে থাকে তাদের পঞ্চবটী বন ।
দেখেছি সেই সব পুর নারী, প্রেমের গন্ধ নেই ;
                                                  শুধু আছে ছাঁই।
আরো যারা লেপ্টে আছে লক্ষন মন্দিরে-
কোনার্কে ক্ষয়ে গেছে বহুকাল ধরে,
পাথরের গভীরে পোতা তাদের হৃদয় দেখেছি খুঁড়ে;
                                        মরে আছে পড়ে।
প্রেয়সীর শরীর ছুঁয়ে  প্রেমিকের মন ;-
প্রগাঢ় বিসন্ন এক আনন্দের করে আবাহন।