প্রমিলা, হবে তুমি আমার মেঘমল্লার ?
মেঘের ভেলায় ভেসে, তোমায় নিয়ে হবো দেশান্তর!
হবে তুমি বকুল গন্ধে মোদিত গীতি বর্ষন?
শ্রাবন সন্ধ্যার ইমন?
বলো তুমি কি হবে কদম কুসুমের অনুরাগ?
ভরা যৌবনের অধীর ব্যাকুল বেহাগ?
হও কামিনী, সৌদামিনী, ঝর ঝর বারিধারা,
হও প্রণয়ে আকুল,  চঞলা আত্মহারা।


প্রমীলা,
তুমি অঝর বর্ষণ, শ্যামল বনবিথীকা;
তুমি ভেজা শিউলি, -
ভেজা শাড়ি পরা ক্ষীণ কটি লাজুক বালিকা।
তুমি কুমারী, প্রিয় প্রেয়সী, নবীনা যৌবন যুবতীর,-
তুমি তন্বী, সরসিজ প্রেম আমার।


তুমি কামনার ভার,
তুমি কৃষ্ণ মেঘসার-
এসো পড় ঝরে, জুড়াও ক্ষুধিত তৃষিত অন্তর।
এসো ভিজি এ ধারায়,  অধীর পিয়াসায়, চিরদিন;-
এসো এ শ্রাবণে, বসো হৃদয়ে গহীন গহনে অমলিন।