প্রমীলা,
আজ যদি ঘুম না হয়?
অথবা এক চাপা দীর্ঘশ্বাসে জেগে থাকি,-
মনে রেখো সে নয় কোন ব্যাথা; শুধু তোমাকেই আগলে রাখি।
এমন বিরহী নিশি রোজ আসে পৃথিবীর পরে,-
জেগে থাকি কার তরে? তুমিতো বাসনি ভালো আমারে।
এ হৃদয় পুড়ে যায় গোপন অভিমানে,
তবে যেনো আমি তোমার প্রতীক্ষায় আছি, সংগোপনে।
যদি ভাষাহীন তোমার পানে নির্বাক -
চেয়ে থাকি অপলক,
ভেবো না বধির আমি, রূপে মুগ্ধ তোমার সে এক প্রেমিক।
আমি আর একবার বনবাসে যাবো-
যদি তোমারে না পাই,-
আমি প্রেমিক হবো, তোমারে ভালোবাসবারে চাই।