যদি তোমারে ভালোবাসি, যদি তোমারে চাই,
জানি আমি আর এ সভ্য সমাজের নই;-
তোমার দেহের উদ্যান শুধুই প্রমোদের স্থান-
পূজার নৈবেদ্য সাজায়ে আরতি এখন প্রহসন।
ঘৃণার ধুপকাটি জ্বেলে করি প্রেমের আরতি,
চুপিসারে অজ্ঞাতে ভালোবাসা রাতের আধারে-
আমারে করেছে নীচ, তস্কর সমান হে যুবতী ।
ভালোবেসে তোমারে যদি স্থানদেই হৃদয়ে, জানি-
অন্ধকারের প্রেমিকেরা কথা কবে, হবে কানাকানি।
তোমারে ভালোবেসে ইচ্ছে হয়, না ফিরি সংসারে।


প্রেমের তৃষ্ণা মিটে গেলে প্রেয়সীর স্বাদ উবে যায়;
ফিকে হয় বাসনার রঙ, প্রণয়ের প্রাসাদ হয় ক্ষয়।
যে সোনার হরিণ শুধুই মায়া, মিছে আশা দূরাশার-
চোখে সমুখে চিরদিন, তবু এ বিভেদ নয় ঘোচাবার।