আমায় প্রেমিক বলা যায় কিনা সে বিচার তোমার,
আমার ভক্তির অপূর্ণতা জানো শুধু তুমি হে হৃদেশ্বর!
আমি চন্ডিদাস হয়ে ভালোবেসেছি রামীরে যেমন, -
থেকেছি চেয়ে তোমার পানে এক মুগ্ধ প্রেমিকের মতন।
আমি লাইলির তরে সব ছেড়ে ছুড়ে হয়েছি বনবাসী
সব ব্যাথার আমার হয়েছে অবসান তোমারে ভালোবাসি।
সেই পরম আরাধ্যরে আমি জেনেছি তোমার ভেতর;
খুজেছি যারে রুপে-অরুপে ; নিরাকার অথবা সাকার।
আমার এ জন্মের পূর্ণতা বুঝি শুধু তোমাতেই প্রমীলা,-
অতল সাগর বক্ষে, সংসারে ভেসে থাকার একমাত্র ভেলা।
আমি কৃষ্ণের মতো তোমারে রাধা করেছি সকল সমর্পণ,
আলাদা করেতো দেখিনি কভু তোমার আমার দুই তনু-মন।


আমি ভোলানাথ যেন কাছে পেলে তোমারে হে পার্বতী,
আমি ক্ষ্যাপা দুর্বাশা, যদি দূরে যায় প্রিয় অহল্যা সত্বী।
তুমি দিনমণি আমি দিনমান, আমি নিশি, তুমি অম্লান পুর্নিমা,
আমি এলাইতো শিব সমূখে তোমার হে রুদ্রমুর্তি শ্যামা।
কী এক গভীর তৃষ্ণা নিয়ে ফিরে আসি আমি বার বার,
তুমি আর আমি যেন পৃথিবীর পরে এক অর্ধনারীশ্বর।