অধররঞ্জনিতে সিক্ত ওষ্ঠ
যতবার ফিরে চায় ততোবারই
কি যেন বলতে চায়-
বটে,তুমিতো ললনা
প্রবল প্রীতি ঝড়ে,বুকের কবাট খুলে
তোমার অধর যুগল নাইবা চলে।


মৃদু কম্পন,বলতে চাওয়া ওষ্ঠে
যখন আমি মুখোমুখি তোমায়।
প্রচন্ড বেগ,হঠাৎ থমকে দাঁড়ায়
কোথাকার এক প্রতিবন্ধকতা তাকে ধমকায়
বল না, বল না কপত বলবে তোমায়।


সেই স্রোতস্বিনী কামিনী
শুধু আজ মনরাজ্যে ডাকে ইশারায়।
বড় বড় চোখ আর সিক্ত ঠোট গুলো
পিট পিট করে কিছু বলতে চায়।


সহজাত ধর্মী প্রততিবন্ধকতায়
কর্ণকুহর আজ ও অপেক্ষায়,
জানা হলো,শুনা হলো না
সে যে ভালবাসে আমায়।