এক ফালি নয়া চাঁদ ভেসেছে গগনে,
যে বিলাচ্ছে নব বার্তা প্রতি জনে জনে।
ক্ষমা চাও তব পানে ওহে গুনাহগার,
পেতে চাও যদি তুমি পরওয়ারদেগার।


মত্ত থেকো সাধনায় রমাদান জুড়ে,
প্রস্তরময় লগ্ন কাটবে স্বর্গোদ্যান ঘুরে।
পবিত্র এ মাসে জন্মে শ্রেষ্ঠ সংবিধান,
যার হর্ষে বানে ভাসে সমগ্র জাহান।


মহিমান্বিত সে রাত পেয়ে উপহার,
"যে রাতের কাছে তুচ্ছ রজনী হাজার",
শুকরিয়া জানাও তব প্রভুর কৃপার,
প্রতিদান দিবসে সে মালিক তোমার।


রমজানের পবিত্রতা রক্ষা করে যারা,
প্রভু দিবে তার দান স্বীয় পাণি দ্বারা।
সংযমের সারাক্ষণ দেয় আরো শিক্ষা,
অভুক্ত মানুষ কত কষ্টে করে ভিক্ষা।


চলতে চলতে হলো শেষ নতুন চাঁদের,
পাড়া-পড়শী উঠল মেতে, শুরু উল্লাসের।
প্রার্থনা তব দরবারে ফির যেন পাই,
পবিত্র এ মাস আর তব দ্বারে ঠাই।