//ব্যাস ও ব্যাসার্ধ//


অলিতে গলিতে বৃত্ত, ব্যাসের অদ্ভুত ভিড়
ব্যাসার্ধ ভুলে গেল নিজের পরিচয়--
গ্রাস করছে তীব্র যানজট ও ধোঁয়া বাহী যান,
ব্যাসার্ধ জানেই না সে ব্যাসের অর্ধেক।


বৃত্তের প্রশ্ন, কোথায় থাকা হয় ব্যাস?
ওদিকে আবার ব্যাসের তীর্যক কথা,
.. 'কই "অর্ধেক" বৃত্ততে থাকতে চাও বুঝি?'
তবে হাতে নও সিরিঞ্জ, গাত্রে বসিয়ে শুষে নাও সব রক্ত।


নাহ!এ সম্ভব নয়,মুখ ভার করে ব্যাসার্ধ হেঁটে চলে.....
জ্বলে ওঠে বিবেক, আগ্নেয়গিরি হয়ে ওঠে বিবেচনা।
তবুও,তবুও যে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক।
--ইহা চির সত্য থেকে যায় আবরণে।


//সমাপ্ত//
(কবিতা কোলাজ) যৌথ কাব্যগ্রন্থ (প্রকাশিত)