মেঘ বৃষ্টি রবি মিলে একই সাথে থাকে
প্রতীজ্ঞাতেই বেঁধে রহে শক্ত দুটি হাতে।
মেঘ বলে,বৃষ্টি ভায়া-আমরা দুয়ে সাথি
দুজনে মিলে বন্ধু হয়ে চলব হাঁটি হাঁটি।
সূর্য বলে,'বৃষ্টি ভায়া,মেঘের মাঝে থাকো
কভু কভু বর্ষা হয়ে ধরনীকে কাছে ডাকো।
ওগো সূর্য,'জানোতো তুমি আমার কর্ম ইহাই
প্রকৃতিকে ভালোবেসে আমি ফিরাই শান্ততায়।
তুমি যেমন আলোর প্রকাশ বিশ্বকে করো দান
আমিও তেমন শান্তি জাগিয়ে ফিরাই পূর্ণ প্রাণ।'
মেঘ ভায়া ঐ বলে ওঠে 'আমাতেই তুমি থাকো
বৃষ্টি রূপে ধরনীর বুকে ঝরো ঝরো সুরে ডাকো।
আমিও আবার অবগাহনে এই পথ্বীরে করি শান্ত
কিছু মূহুর্তে কিছু ক্ষণে পরে রবি ফেরে দূর্দান্ত।'
চলো বন্ধু হাতে হাত রাখি একসাথে মিলে থাকি
হৃদয়ের মাঝে গড়ে উঠুক এক অমূল্য সম্পীতি।


//সমাপ্ত//