::পথচারী::


রাস্তায় দেখা অভুক্ত পথচারী
সে কেবলই চোখের জল ফেলে---
বলি,এই নাও পাঁচটি টাকা।
কিন্তু জানি,পাঁচটি টাকায় তার পেট ভরবে না..
কিন্তু ঐ যে আনন্দ দিলাম---
ওটাই ওনার বেঁচে থাকার রসদ হবে।


এইভাবে চলে যাই,ফিরে আসি বিকাল বেলা।
দেখি, পথচারীটি একমনে কি যেন লিখছে!
আমি অবাক হয়ে জানতে চাইলাম কি লিখছেন আপনি?
তিনি একগাল হাসি নিয়ে বললেন --দেখো বাবু দেখো,,
একটি কবিতা লিখেছি...


আমি কাগজটি হাতে নিয়ে অবাক!!!
একি!!!এ যে মহাসত্য...
তিনি লিখেছেন...
"মহাপ্রলয়ের ডাক এসেছে সবাই খান্ত হ
একসাথে জোটবদ্ধ হয়ে একসাথে র।
ভাবিস পাগল আমি, পথে পথে ঘুরে চলি
জানবি তোরা প্রকৃত সত্য আমিই কিন্তু বলি।"
আমি পড়ে থ হয়ে দাঁড়িয়ে রইলাম.....


//সমাপ্ত//


"নীল কাগজের নৌকা"(শারদীয় সংখ্যা)(প্রকাশিত)